সাংবাদিক বহিষ্কারে চবি সাংবাদিক সমিতির হুশিয়ারি
চবি সংবাদদাতা
প্রকাশিত : ১১:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ইংরেজি দৈনিক দ্যা ডেইলি সানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। দ্রুত সময়ের মধ্যে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক নাজমুস সায়াদাত প্রেরিত সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর এক যৌথ বিবৃবিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর স্টাট্যাস এবং উপ-উপাচার্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেইসবুক আইডি হ্যাক করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির হুমকির অভিযোগ এনে গত বুধবার (১১ সেপ্টেম্বর) দ্যা ডেইলি সানের প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।
শুধু এই সাংবাদিকের ক্ষেত্রে নয়, গত ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টাট্যাস দেয়ায় বিশ্ববিদ্যালয়টির ২১ জন শিক্ষার্থীকে শোকজ নোটিশ এবং সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের সংবিধান দেশের নাগরিককে মত প্রকাশের অধিকার প্রদান করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী কায়দায় সাংবিধানিক অধিকার হরণ করছে।'
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম রুখতে ও সুশাসন প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক কর্মকান্ড স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরণের ঘটনা ক্যাম্পাস সাংবাদিকতা হুমকির মুখোমুখী করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি আহবান, দ্রুত সময়ের মধ্যে ফাতেমা-তুজ-জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। অন্যথায় দেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।'
এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবিও জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
এমএস/আরকে