ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৩৭০ ধারা বাতিল পূর্ণ সিনেমার অংশবিশেষ: মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে পূর্ণ সিনেমার অংশ বিশেষ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক সভায় এ মন্তব্য করেন তিনি।

ঝাড়খন্ডের রাঁচীতে জনসভায় নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্যদিয়ে ভারত এক নতুন যুগে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ; তথ্য জানার অধিকার আইনের বিল কয়েক সপ্তাহের মধ্যে পাশ করেছেন। গত কয়েক দশকের মধ্যে এবারে লোকসভার অধিবেশন সবচেয়ে কার্যকরী ছিল বলেও দাবি করেন মোদি।

বক্তৃতায় সরকারের নানা উন্নয়ণের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। পরে রাঁচীর নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করেন ।

এদিকে, নাগরিকপঞ্জি নিয়ে রাজনীতি না করতে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। উত্তর কলকাতায় এক জনসভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে গেলে আগুনে হাত দেবেন মোদি।

১৯ লাখ মানুষের জাতীয় নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করেন মমতা। বলেন, এদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে।