ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ। ১৯৫৫ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাই নিহত হলেও বেলজিয়ামে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

পরবর্তীতে প্রতিকূল পরিবেশে দেশে ফিরতে না পেরে দীর্ঘদিন দুই বোন ভারতে থাকতে বাধ্য হন। পরে লন্ডনে গিয়ে সেখানে স্থায়ী হন শেখ রেহানা। তিন সন্তানের জননী শেখ রেহানা ব্যক্তিগতভাবে এখনো কর্মজীবী। ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের একজন নির্বাচিত কাউন্সিলার।

শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতার্কমীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

এসএ/