মানবচাবি!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
হুবহু চাবি আকৃতির মানব প্রতিকৃতি তৈরি করলেন ৩১৪ জনের একটি দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা (রিয়েলটোরস) তা করে দেখালেন। অরল্যান্ডোতে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের এক সম্মেলনে এমন কাজটি করেন তারা।
মানবচাবি তৈরিতে বেশ পরিশ্রম করতে হয়েছে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। এ জন্য তাদের এক বছর পরিশ্রম করতে হয়েছে।
শুধু তাই নয়, রেকর্ড বইয়ে নাম তুলতে মানবচাবি তৈরি করার ছবি তুলতে বেশ কষ্ট হচ্ছিল আলোকচিত্রীদের। কারণ প্রায় ৬০ ফুট লম্বা হয়ে যাচ্ছিল সেটি। তাই বিশেষ কায়দায় ক্যামেরা ধরে চারটি পৃথক ছবি তোলা হয়। পরে সেই চারটি ছবিকে জোড়া লাগিয়ে একটি ছবি বানানো হয়। আর যথাযথ নিয়ম-কানুন মানা হয়েছে কি না তা যাচাই-বাছাই করার পরই রেকর্ড বইয়ে নাম তোলে গিনেস কর্তৃপক্ষ।
ফ্লোরিডা রিয়েলটোরসের প্রেসিডেন্ট এরিক সেইন বলেন, বাড়িতে চাবি দিয়েই প্রবেশ করতে হয়। আর তারই একটি প্রতিকৃতি মানবচাবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যে সদস্যরা এ অভাবনীয় কাজে অংশ নিয়েছেন, তাদের সবাই ফ্লোরিডাবাসীকে ‘স্বপ্নের বাড়ি’ খুঁজে দিতে অক্লান্ত পরিশ্রম করেন।