ভারতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ১১ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ভারতে পূজার প্রতিমা বিসর্জনের সময় ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির ভোপাল নদীতে গণেশ প্রতিমা বিসর্জনের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রতিমা বিসর্জন দিতে ব্যবহুত নৌকাটি উল্টে গেলে, নৌকায় থাকা বেশ কয়েকজন ডুবে যান।
এ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে জীবিত ও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ভোপালের খাটলাপুরা ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার উপর তুলে দেওয়া হয় ঠাকুরসহ অন্যান্য জিনিসপত্র। কিন্তু নৌকা দুটি অতিরিক্ত ওজন নিতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কেউই কোনও লাইফ জ্যাকেট পরেন নি। যার কারণে এ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।
এর আগেও দেশটির বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। কিন্তু আনন্দের আতিশয্যে প্রাথমিক সতর্কতাও অবলম্বন না করায় এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।
সূত্রঃ এনডিটিভি নিউজ
আই/