ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি। জরিপ অনুযায়ি, এই মুহুর্তে দেশে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩৮ শতাংশ আর বিএনপি ৫ শতাংশ ভোট পাবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরিপের ফলাফল হাস্যকর এবং এর সঙ্গে বাস্তবের মিল নেই। তিনি অভিযোগ করেন, এটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এছাড়া, দেশে মানবাধিকার ও আইন শৃংখলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে বলেও অভিযোগ করেন রিজভী।