বৃদ্ধকে বেধড়ক পেটালেন বাগেরহাটে ইউপি চেয়ারম্যান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ঐ বৃদ্ধ বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী আরব আলী (৬০) জানান, বুধবার নিজ দোকানে ব্যবসায়িক বিষয় নিয়ে তিনি ও তার ছেলে আমীর আলী কথা বলছিলেন। এ সময় চেয়ারম্যান তাকে ডেকেছেন বলে পরিষদের দফাদার জানান। পরে পুত্রবধূ আকলিমা বেগম (২৬) কে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়ন পরিষদ ভবনে যান। সেখানে গেলে কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান তাকে চর থাপ্পর মারেন। এ সময় আরব মেঝেতে লুটিয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান।
আরব আলীর পুত্র বধূ আকলিমা বেগম বলেন, ‘পরিষদে ডেকে নিয়ে চেয়ারম্যান আমার শশুরকে বেধড়ক মারধর করেন। আমি তাকে ঠেকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি।’ আরব আলীর ছেলে আমীর আলী ঢালী বলেন, ‘আমার বৃদ্ধ বাবাকে অন্যায়ভাবে চেয়ারম্যান মারধর করেছেন। আমাকে থানায়ও জানাতে দেয়নি। বাবার কাছ থেকে সাদা কাগজে জোরপূর্বক টিপসই রেখেছেন তিনি। কোথাও নালিশ না করার জন্য হুমকিও দিয়েছেন। বাধ্য হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এসব মিথ্যা ও বানোয়াট।’
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার বলেন, ‘আরব আলীর ছেলে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের কপি আমি পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএস/