ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

বাংলাদেশে বিশ্বমানের ল্যাব রয়েছে, মাটি না তুলে ২০ ফুট নীচে পাইপ লাইন স্থাপন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার

ভুমি জরিপ ও মাটি পরীক্ষা করার জন্যে বাংলাদেশে বিশ্বমানের ল্যাব রয়েছে যার মাধ্যমে মাটি না তুলেই ২০ ফুট নীচে পাইপ লাইন স্থাপন করা সম্ভব হচ্ছে। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসরকারী সংস্থা গৃহায়ন লিমিটেডের কর্মকর্তারা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্যে এ’সময় প্রতিষ্ঠানটিকে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন এ্যাওয়ার্ড লন্ডন-২০১৬ তুলে দেয়া হয়।