সোনায় মোড়া কমোড চুরি!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ১২:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ব্রিটেনের ব্লেনহেইম প্যালেস থেকে ১৮ ক্যারেট সোনায় মোড়া একটি কমোড চুরি হয়ে গেছে। একটি প্রদর্শনীর জন্য সাজানো হয়েছিল কমোডটি। দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইর্কের গুগ্গেনহেইম মিউজিয়ামে সাজানো ছিল এই সুন্দর ভাস্কর্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কমোডটি চুরি যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই ৬৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার করা যায়নি ওই কমোড।
পুলিশ জানায়, এই কমোড সাজিয়ে রাখার জন্য অত্যন্ত দামি একটি বাথরুম তৈরি করা হয়েছিল। আর প্রদর্শনীশালার জানলা দরজা ভেঙে ঢোকে অভিযুক্তরা। আর তারপরে ভোর সাড়ে চারটার দিকে সোনার কমোড চুরি করে বেরিয়ে যায় তারা। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
জানা যায়, ইতালিয়ান আর্টিস্ট মউরিজিও ক্যাট্টেলান কেবল আমেরিকার জন্যই এই কমোড বানিয়েছিলেন। এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই কমোড ঋণে দেওয়ার জন্য অফার করা হয়েছিল।