ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। গতকাল শনিবার উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং এ মন্তব্য করেন।খবর এনডিটিভির।  

সুরেন্দ্র সিং বলেন,‘এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান তবে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘মমতা যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান, তবে তার বাংলাদেশেই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থেকে থাকে তবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলেই ভালো হবে।’

বিজেপির এই বিধায়ক বলেন, ‘বাংলায় এনআরসি কার্যকর করা হবে এবং সমস্ত বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে দিয়ে শ্রদ্ধাপূর্বক তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’

রামায়ণ থেকে উদাহরণ টেনে তিনি বলেন, ‘লঙ্কার (শ্রীলঙ্কা) মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি, তবে তিনি সেখানে চলে যেতে পেরেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং আমরা ওখানে অনেকগুলো আসন পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার রাজনৈতিক রানী (লঙ্কিনী)। সেখানে রাম নিজের পা রেখেছেনএবং এবার শিগগিরিই সেখানকার সরকারে পরিবর্তন আসবে।’

টিআর/