ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: আমু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার ফলে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। 

আজ রোববার দুপুরে নলছিটির চায়না মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় সাবেক এ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশ্বে বাংলাদেশের ক্রিকেট দলের মত ফুটবলকেও জনপ্রিয় করতে চায়। তিনি চান দেশের সোনার ছেলেরা  ক্রিকেটের মত টাইগার হয়ে ফুটবল খেলায়ও সারা দুনিয়া কাঁপিয়ে তুলুক। তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে তগিদ দিচ্ছেন।  

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান প্রমুখ।

ফাইনাল খেলায় মগড় ইউনিয়ন দল ৩-২ গোলে রানাপাশা ইউনিয়ন দলকে পরাজিত করে। পরে প্রধান অতিথি আমির হোসেন আমু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১টি দল অংশ গ্রহন করে। 

এরআগে তিনি সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে  ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং নলছিটি উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নলছিটি পৌরসভার ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। 

আই/এসি