ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সৌদিতে হামলায় অর্ধেকে নেমেছে তেলের উৎপাদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

সৌদি আরবের তেল কারখানার দুটি প্লান্টে ড্রোন হামলার কারণে দেশটির তেল উৎপাদন অর্ধেকেরও বেশি কমে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সৌদির তেল কারখানা আরামকোতে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার সময় পুরো এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে।

দেশটির সবচেয়ে বড় এ তেল শোধনাগারে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে। বাড়তে পারে তেলের দাম। কেননা, এখান থেকে পরিশোধিত তেল পারস্য উপসাগর ও লোহিত সাগরের বিভিন্ন বন্দরের মাধ্যমে সারা বিশ্বে রপ্তানি করা হয়। প্রতি দিন গড়ে প্রায় ৭০ লক্ষ ব্যারেল তেল পরিশোধন করে এই কেন্দ্র। 

আরামকোয় এই হামলার ফলে সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল সৌদি রফতানি করে তার পাঁচ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। এর ফলে বিশ্ব জুড়েই তেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগেও বেশ কয়েকবার সৌদি তেল শিল্পক্ষেত্রে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা। কিন্তু এবারের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এতে দেশটির তেল উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমেছে। 

এদিকে, সৌদিতে এ হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটবার্তায় হামলাটি ইয়েমেন থেকে হয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেন। 

 আই/এসি