ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ বহু মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নাবিকসহ নৌকাটিতে ৬৩ জন লোক ছিল। গতকাল রোববার দেবীপটনমের কাছে গোদাবরী নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

আধিকারিক সূত্রে জানানো হয়েছে, নৌকাটিতে ৬২জন যাত্রী ছিল, ঘটনার পর ২৩ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই -এর সূত্র অনুসারে, এনডিআরএফ -এর দুটি দল ত্রাণ ও উদ্ধার কার্যে যোগ দিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য ওএনজিসি-র হেলিকপ্টর এবং এনডিআরএফ -এর দলকে তলব হয়।

আধিকারিকদের কাছ থেকে ত্রাণ ও উদ্ধার কার্য সম্পর্কে খোঁজ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি। মাত্র দু দিন আগেই মধ্যপ্রদেশে গণেশ বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান ১২ জন।

সংবাদ সংস্থা এএনআই অনুসারে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জেলা স্তরের সমস্ত মন্ত্রীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে এই অঞ্চলের সমস্ত নৌকা বিহারের বিষয়ে বাধা-নিষেধ আরোপ করেছেন তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গোদাবরী নদীতে প্রবল তুফান চলছে।