ট্রাম্পকে আমন্ত্রণ কিমের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১০:১৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানালেন দেশটির নেতা কিম জং উন। সোমবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্পকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন কিম।
চিঠিতে আরেকটি শীর্ষ সম্মেলনের আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে বৈঠকস্থল হিসেবে পিয়ংইয়ংকে বিশেষ গুরুত্ব দেন উত্তর কোরীয় এই নেতা। তবে বিষয়টি নিয়ে এখনও তেমন কিছু জানায়নি হোয়াইট হাউজ।
এর আগে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি ইস্যুতে তিনবার বৈঠকে বসেন এই দুই নেতা। তবে প্রতিবারই আলোচনা শেষ হয় অমিমাংসিতভাবে।