কক্সবাজারে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মৃতদেহ দুইটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।
এ সময় মৃতদেহ দুটির পাশ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের নাম রিফাত (২৫)। রিফাত শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা তবে অন্যজনের পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার একুশে টিভিকে জানান, মাদককারবারীদের মধ্যে পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে দুই জনের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এমএস/