ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ফিলিপসের নতুন ৪পরিবেশক নিয়োগ

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৭:২৬ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার

philipsবাড়িতে ব্যবহার উপযোগী বৈদ্যুতিক স্বাস্থ্য পন্য পৌছে দিতে আর নতুন চার পরিবেশক নিয়োগ করেছে ফিলিপস। সোমবার রাজধানির একটি হোটেলে এক বর্নাঢ্য অনুষ্ঠানে এমনটাই জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৫ সালে রাটারফ্লাই মার্কেটিংকে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে পরিবশেক নিয়োগের কাজ শুরু করে নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফিলিপস। এখন বেষ্ট ইলেক্ট্রনিক্স, আইপিই টেকনোলহিস, ক্রিস্টাল কর্পোরেশন এবং মেডেক্যাল ফেয়ারকে নতুন করে পরিবেশক হিসাবে নিয়োগ দেয়া হলো। এর ফলে এসব গৃহস্থালি পন্য মানুষের দোড়গোরায় পৌছে যাবে বলে মত ফিলিপস কর্মকর্তাদের।