ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

রাজশাহী কলেজে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় ফলক বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

এখন পর্যন্ত এটিই দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল বলে জানিয়েছেন রাজশাহী কলেজ কর্তৃপক্ষ। রাজশাহী কলেজ ক্যাম্পাসে নির্মিত ২৫ ফুট দীর্ঘ ও ২২ ফুট প্রস্থ এই ম্যুরালটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ লাখ ২০ হাজার টাকা।

ফলক উন্মোচনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দ।  এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা.আনিকা ফারিহা জামান অর্নার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্না, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা উপস্থিত ছিলেন।
কেআই/