টাইগারদের ফাইনালে ওঠার লড়াই আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৩৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে যেতে চায় টাইগাররা। অন্যদিকে, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। যদিও ম্যাচটি হারতে বসেছিল টাইগাররা। আফিফ হোসেনের অসাধারণ ইনিংসে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিকরা। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে চাপে আছে বাংলাদেশ। ফাইনালে যেতে জয়ের বিকল্প নেই। হারলে নানা সমীকরেণের সামনে দাঁড়াতে হবে সাকিবদের।
এদিকে, টানা দুই ম্যাচ হেরে কোনঠাসা জিম্বাবুয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মাসাকাদজাদের। জিম্বাবুয়ের ছোট-খাটো ভুলের জন্য ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে করেন ব্যাটিং অলরাউন্ডার শন উইলিয়ামসন। চট্টগ্রামে আগের ভুল করতে চায় না জিম্বাবুয়ে।
র্যাংকিং পারফরমেন্স সব দিক দিয়েই এগিয়ে টাইগাররা। সর্বোপরি নিজেদের হোম কন্ডিশন ও পরিচিত উইকেটকে কাজে লাগিয়ে জিততে চায় বাংলাদেশ।