ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শাহজাহানপুর রেলওয়ে কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ বাজার, দোকানপাট, বসতিসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে অভিযান শুরু করা হয়।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে, অভিযান শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত তিনদিন ধরে জায়গা ছেড়ে দেয়ার জন্য মাইকিং করলেও, কেউ জায়গা ছেড়ে না দেয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে।

অবৈধ হওয়ায় বাদ যায়নি কোচিং সেন্টার, বাজার, ক্লাবসহ অন্যান্য স্থাপনাও।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এবার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। মোট তেরোশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, সকালে শুরু হওয়া এ অভিযান কলোনিতে থাকা প্রায় ১ হাজার ৩০০ স্থাপনা উচ্ছেদে শেষ হওয়া পর্যন্ত চলবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকাটিকে ঢেলে সাজানো হবে।

এসএ/