কাতারের কাছে হেরে গেল বাংলাদেশের কিশোররা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের কিশোরদের। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার পর শেষ সময়ে আরেক গোল খায় তারা।
বুধবার দোহায় ‘ই’ গ্রুপের ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হারে সফরকারীরা। দুই বছর আগে এই টুর্নামেন্টেই কাতারকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হেরেছে বাংলাদেশের কিশোররা। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলেও সুবিধা করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। শক্তিশালী কাতারকে কেবল আটকেই রাখেনি, প্রথমার্ধে ভালো সুযোগও পেয়েছিল। দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের ৫৮তম মিনিটে প্রথম গোল করে কাতার। আর নির্ধারিত খেলার শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের।