নারায়ণগঞ্জের সর্বত্রই নির্বাচনি আমেজ
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
নারায়ণগঞ্জের সর্বত্রই এখন নির্বাচনি আমেজ। মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের প্রতিযোগিতায় মাঠে সরগড়ম আওয়ামীলীগ ও বিএনপি। প্রতিদিনই দুই দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে গিয়ে নামছেন প্রচারনায়। সোমবার সকাল থেকেই প্রধান দুই প্রতিদান্ধি তাদের প্রচারনা শুরু করেন। সাধারন মানুষকে দিচ্ছে নানা প্রতিশ্রুতি।
নির্বাচনী আমেজে নারায়নগঞ্জ এখন উৎসবের নগরী। সকাল থেকে রাত চলছে প্রচার প্রচারণা। সাধারন মানুষ অপেক্ষায় তাদের যোগ্য মেয়র নির্বাচনের জন্য।
আওয়ামী লীগে মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারয়নগঞ্জবাসী আবার তাকে নির্বাচিত করবে। নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে আছেন সাধারন নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতারা। সুষ্ঠ নির্বাচন হলে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
নির্বাচনে কেউ আচারন বিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানান রির্টানিং কর্মকর্তা।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নিরাপত্তার স্বার্থে পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি বিজিবি সহ ২২ প্লাটুন ফোর্স থাকবে।
আগামী ১৮ ডিসেম্বর যৌথ সভা করে ঝুঁকিপূর্ন কেন্দ্রসহ সকল নিরাপত্তার দায়িত্ব বন্টন করা হবে বলে জানান রির্টানিং কর্মকর্তা।