ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

আ জ ম নাছির উদ্দীন বলেছেন কমিউনিটি ক্লিনিক স্থাপন প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাস্থ্য সেবাকে গ্রামীন জনগোষ্ঠির দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি ক্লিনিক স্থাপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো জানান, সরকারী স্বাস্থ্য সেবার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে ১০ টাকা টোকেন এর বিনিময়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। নগরীর ৪১ টি ওয়ার্ডে দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ঔষধপত্রসহ এই সেবা অব্যাহত আছে। সকালে ক্বিরাতুল কুরআন নূরানী মাদ্ধসঢ়;রাসা পরিচালনা কমিটি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর যৌথ উদ্যোগে আয়োজিত বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।