ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ পুরুষ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। শনিবার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। 

প্রথম মিনিটেই দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। দ্বিতীয়ার্ধে আরও দুটিসহ মোট তিনটি গোলই পায় বাংলাদেশ। পাশাপাশি প্রতিপক্ষকে সুযোগ দেয়নি মোটেই। যাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। 

এদিন প্রথম মিনিটের আক্রমণ থেকেই এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের কর্নারে ইয়াসিন আরাফাতের হেড দূরের পোস্টে লেগে জালে জড়ায় প্রতিপক্ষের। এ অর্ধের বাকি সময়ে আর কোন গোল না পেলেও হতাশ হয়নি ছেলেরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায় দল। তবে আমির হাকিম বাপ্পীর জোরালো শট ফিস্ট করে ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। অন্যদিকে ৭০তম মিনিটে গোলরক্ষক শান্ত কুমার রায়ের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশও।

তবে ৭৫তম মিনিটে এসে কর্নার থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ফাহিম। ১০ মিনিট পর এই মিডফিল্ডার বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান তিনগুণ করলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

আর দুর্দান্ত এ জয়ে সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় জয়ে সূচনা করার ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। ২০১৫ সালের প্রথম আসরে ভুটানকে ২-১ গোলে হারানো দল ২০১৭ সালেও ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল।

এদিকে, আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ বাংলাদেশ।

এনএস/