বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩শ’ ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুকুল (২৫) ও আনোয়ার হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় একটি মটরসাইকেলও জব্দ করে বিজিবি। আটক মুকুল বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ও আনোয়ার পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৩শ‘ ৪১ বোতল ফেনসিডিলসহ মুকুলকে ও পুটখালী উত্তর পাড়া থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেলসহ আনোয়ারকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
আই/