নাটোরে সিরিজ বোমা হামলার রায় ঘোষনার দিন ধার্য্য, চট্টগ্রামে ফকিরের আস্তানায় হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার
আগামী ২৩শে মার্চ নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষনার দিন ধার্য্য করেছে আদালত। এদিকে চট্টগ্রামে ফকিরের আস্তানায় দুজনকে গলা কেটে হত্যার মামলায় এক জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়ের আদালতে মামলার যুক্তি তর্ক শেষে বোমা হামলা মামলার রায়ের দিন ধার্য্য করা হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড,পেট্রোলপাম্পসহ ৮টি স্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এদিকে ফকির আস্তানায় ২ জনকে হত্যার মামলায় চট্টগ্রাম আদালতে জেএমবি সদস্য সুজন ওরফে বাবুকে আসামী করে অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ। গেল বছরের ৪ঠা সেপ্টেম্বর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজারের পূর্বাচল এলাকায় ফকির রহমত উল্লাহর আস্তানায় দুজনকে হত্যা করা হয়।