ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিদ্যালয়ের মাঠে অবৈধ স্থাপনা করা যাবে না : শিক্ষা উপমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১০:১৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বিদ্যালয়ের মাঠে অবৈধ স্থাপনা করা যাবে না।মাঠ খেলাধুলার জন্য উন্মক্ত রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গাজীপুর মহানগরের চান্দনা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে জাতীয়করণের আওতায় আনতে চান। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম,মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।
কেআই/