ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আ’লীগের ২ নেতার বাসায় র‌্যাবের অভিযান, ‘টাকা ও স্বর্ণ’ জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার গেণ্ডারিয়ার বানিয়ানগর ও মুরগিটোলার বাসা থেকে এসব টাকা ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের তথ্য জানিয়েছে মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান।

তিনি বলেন, ‘নগদ পাওয়া গেছে অন্তত ১ কোটি পাঁচ লাখ টাকা। স্বর্ণের পরিমাণ আনুমানিক ৭৩০ ভরি। সব হিসাব শেষ করে আমরা বিস্তারিত জানাবো।’

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, বানিয়ানগর মুরগিটোলায় দয়ারগঞ্জ নতুন রাস্তা ছয়তলা ওই ভবনের দোতলায় রুপন এবং পাঁচতলায় এনামুলের বাসা।

একটি ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসায় সোমবার রাত থেকে ওই এলাকায় র‌্যাবের অভিযান শুরু হয়।