ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বরিশালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বরিশালে ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে সৈয়দ বরু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠি গ্রামে। তার স্বামীর নাম নাজের আলী।

গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করান। ২৪ ঘণ্টা পার না হতেই আজ মারা যান বরু।

এ নিয়ে শুরু থেকে ডেঙ্গুজ্বরে শেবাচিমে ১০ জনের মৃত্যু হলো।

এদিকে, এই  হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা দিনদিন কমে আসছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৬ জন। আজ চিকিৎসাধীন আছে ৬৭ জন। ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৪২৮ জন। আর সুস্থ হয়ে ফিরে গেছেন ২ হাজার ৩৬১ জন। 

অপরদিকে, বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৪ জন। আজ চিকিৎসাধীন আছে ১৭৩ জন। শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৫ হাজার ৫৫৬ জন। আর সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ হাজার ৩৮৩ জন। মারা গেছেন ১৫ জন।

আই/এসি