জাতিসংঘেও ইরান বিরোধী ক্ষোভ ট্রাম্পের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য তেহরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার জেরে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হতে অন্যান্য দেশগুলোকে আহ্বান জানান তিনি।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
এসময় ইরানকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করলেও শান্তির পথ আছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইরান যতদিন সহিংসতা চালিয়ে যাবে ততদিন নিষেধাজ্ঞা তোলা হবে না বলে হুশিয়ারি দেন তিনি।
ভাষণে ট্রাম্প বলেন, যুদ্ধ বাধাতে চাইলে সবচেয়ে বেশি সাহস যার সেই শান্তির পথ বেছে নিতে পারে। একতরফা কোনও ব্যবস্থা নেওয়ার চেয়ে বরং সবাই মিলে সমন্বিত ব্যবস্থা নেওয়ার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট।