ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বিভিন্ন রাজনৈতিক দল

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বিভিন্ন রাজনৈতিক দল। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ’সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, স্বাধীনতার চার দশক পরেও দেশ কাঙ্খিত লক্ষে পৌঁছাতে না পারা দুর্ভাগ্যজনক। ভোরের আলো ফোটার আগেই সব শ্রেণীপেশার মানুষের গন্তব্য হয়ে উঠে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা আজও পূরণ হয়নি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্র ও শোষণমুক্ত একটি রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও অনেক ক্ষেত্রে এখনও তা পূর্ণতা পায়নি। তবে, হতাশা থাকলেও, যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় শহীদদের আত্মা শান্তি পাবে বলে মনে করে সাধারন মানুষ।