আইনি নোটিশের পর ডাবিং শেষ করলেন শাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ঢাকাই সিনেমার সুপারস্টার তিনি। দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়। বেশ কয়েকটি খুনের মামলার আসামি এই নায়ক! এরই মধ্যে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা! যা আদালতে বিচারাধীন! এক পর্যায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়! বলছি ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমার কথা।
যদিও এসব বাস্তবে নয়, এমন ঘটনা দেখা যাবে তার অভিনিত সিনেমার গল্পে। ‘একটু প্রেম দরকার’ সিনেমায় এমনই গল্প ফুটে উঠবে।
শাহীন সুমন পরিচালিত সিনেমাটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ডাবিংও শেষ। তবে সিনেমাটির প্যাচওয়ার্কের কাজ বাকি। প্যাচওর্য়াকের শুটিংয়ে দেখানো হবে- শাকিব খানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। জনগণ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘একটু প্রেম দরকার’র শুটিং ২০১৮ সালের জুন মাসে শুরু হয়। এক বছর পার হলেও সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। এদিকে সময়মতো সিনেমা’র কাজ শেষ না করায় শাকিব খানের কাছে সম্প্রতি লিখিত নোটিশ পাঠিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে এর পরের দিনই সিনেমা’র ডাবিংয়ের শিডিউল দেন শাকিব খান।
‘একটু প্রেম দরকার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী-মৃদুলা। এ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
এসএ/