ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

লোক নিবে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্য ৫২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি আগ্রহী হন এবং ফরিদপুর জেলার বাসিন্দা হন তবে ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ : হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ৫২টি
বেতন স্কেল : টাকা ৯,৩০০-২২,৪৯০/-

আবেদনের যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতিমিনিটে বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। উক্ত ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েবসাইটে অথবা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের www.faridpur.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ৪শ’ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রটি জেলা প্রশাসক, ফরিদপুর বরাবর আগামী ২৫ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের www.faridpur.gov.bd এই ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে।

এএইচ/এসি