আশুলিয়ায় কোটি টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ী আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র্যাব-৪। আটক দুই জাল টাকা ব্যবসায়ী হলেন সেকেন্দার ও নাহিদ।
র্যাব জানায়, দুপুরে র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এককোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করে। এসময় তাদের কাজ থেকে এক হাজার টাকার এক'শটি জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক দুই জালনোট ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলো। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে ও জাল টাকার মেশিন উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।
তিনি আরও বলেন, আটক দুই জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে।
কেআই/