ফু ওয়াংয়ে অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর তেজগাঁওয়ের ফু ওয়াং ক্লাবে পুলিশের অভিযানের দুইদিন পর বুধবার রাতভর অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র্যাব-১ এর সদস্যরা। অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তা নেওয়ার বিষয়টি জানানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ফু ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়ে শূন্য হাতে ফিরেছে পুলিশ। সেখানে ক্যাসিনো কিংবা কোনও অনিয়ম পায়নি। যদিও ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।