ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৭ দফা দাবিতে কুমিল্লায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

উন্নীত বেতন গ্রেডসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর জিলা স্কুল সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার ১৭টি উপজেলার বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিক্ষক তাদের দাবির পক্ষে সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি ও জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঁইয়া।

বক্তারা প্রাথমিক শিক্ষকদের উন্নীত বেতন গ্রেডসহ ৭ দফা দাবির পক্ষে জোড়ালো দাবি জানান।