ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২৩ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার দেশটির মালুকু দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাথমিক পর্যায়ে মৃত্যের সংখ্যা অনুমান করা না গেলেও, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ওই ভূমিকম্পের আঘাতে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
আঞ্চলিক দুর্যোগ পরিচালন সংস্থার (বিপিবিডি) বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলো এ খবর জানিয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বুধবারের এ ভূমিকম্পে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা অনুমান করা না গেলেও বৃহস্পতিবার পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১০০ জন। ভূমিকম্পে সবচেয়ে আক্রান্ত হয়েছে মালুকু, অ্যাম্বন ও পশ্চিম সিরাম এলাকা।
জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার (বিএনপিবি) উপদেষ্টা আগুস উইবো জানান, নিহতরা ভূমিকম্পের সময় ভবনের নিচে আশ্রয় নিয়েছিল। ফলে, ভবনগুলো ধসে পড়লে অনেকেই ঘটনাস্থলে মারা যান ও আহত হন। এ ঘটনায় গোটা দ্বীপজুড়ে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উইবো বলেন, ভূমিকম্পের ফলে আশ্রহীনদেরকে বিএনপিবির পক্ষ থেকে তরল ও শুকনা খাবার, পানি, তাবু টাঙ্গাতে তিরপাল প্রভূতি দেয়া হয়েছে। নারী ও শিশুদের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
মালুকের অতীত বলে, ভূমিকম্প হলেই প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে অঞ্চলটিতে। ঠান্ডা বাতাসে তাবুতে আশ্রয় নেয়া অসংখ্য নারী ও শিশুদের কষ্ট হচ্ছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি বলে উল্লেখ করেন উইবো।
ভূমিকম্পের এ ঘটনায় স্কুল, উপাসনালয় ও সরকারি ভবনসহ ১৭১টি ইউনিট ও ৫৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। ৪৫টি মাঝারি ও ৫৯টি আংশিক ধ্বংস হয়েছে।
সূত্রঃ দ্য আনাদোলু
আই/