যারা ক্যাসিনো চালু করেছে তাদেরও বিচার হবে: তথ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
যাদের আমলে ক্যাসিনো চালু হয়েছিল তাদের বিরুদ্ধে আইন অনযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত ওলামা-মাশায়েখদের‘জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশে’প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মদ, জুয়া, হাউজি বন্ধ করেছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটি আবার চালু করেন।পাশাপাশি মদ, জুয়া, হাউজিও দিয়েছেন।’
তিনি বলেন,মির্জা আব্বাস,সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক হোসেন ফালুসহ বিএনপি নেতারাই দেশে ক্যাসিনো চালু করেছেন।
তিনি বলেন,‘আমি মনে করি যারা এসব চালু করেছেন চলমান অভিযানে তাদেরও আইনের আওতায় আনা উচিত। আজকে যারা এসব চালাচ্ছে এবং চালু করেছেন তারাও দায় এড়াতে পারেন না।’
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলামকে বলবো, কথা না বলে যারা ক্যাসিনো চালু করেছেন তাদের দল থেকে বহিষ্কার করুন। তাদেরকে দলের পদ থেকে সরিয়ে দিন।’
ওলামা মাশায়েখদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ইসলামের জন্য যতো কাজ করেছে আর কোনো সরকার সেটা করেনি। শত বছরের পুরনো দাবি- কওমী সনদের স্বীকৃতি এতদিন পূরণ হয়নি।
এ দাবি পূরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। সেই দাবি পূরণের পাশাপাশি কওমি মাদরাসা থেকে পাশ করা কয়েক হাজার শিক্ষার্থীর চাকরিও হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকারই বাংলাদেশকে জঙ্গিবাদের অভায়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিবাদকে জঙ্গিবাদ বলবেন। কিন্তু ইসলামি জঙ্গিবাদ বলবেন না। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী থাকাকালীন নয়, বিরোধীদলীয় নেত্রী থাকাকালীনও বিভিন্ন বক্তৃতা ও সেমিনারে দেশ ও দেশের বাইরে বলেছেন।’
তথ্যমন্ত্রী বলেন,‘আজকে দেখা যাচ্ছে মাদরাসার শিক্ষার্থীরা নয় যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করেছেন তাদের অনেকে জঙ্গিবাদের দিকে ঝুঁকেছে।’