ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৯:২৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

প্রতি বছরের মতো এবারও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে।

আজ বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। পরে ‘আলমামেটার-এর প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়বদ্ধতা’ শীর্ষক অলোচনা সভায় অংশগ্রহণ করবেন বিশিষ্টজন। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে ১৯৪৯ সালের ২৪ সেপ্টেম্বর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসএ/