ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি

প্রকাশিত : ০৯:১২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

আগামীকাল মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। রং-তুলির আঁচড় আর আনুষঙ্গিক সাজসজ্জা ছাড়াও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে যারা জীবন উৎসর্গ করেছেন-জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ছুটে আসেন জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। তিন বাহিনীর গার্ড অব অনারের চূড়ান্ত মহড়াও হয়ে গেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বস্তরের মানুষের জন্য। এরই মধ্যে ধোয়া-মুছা শেষ করে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের যাতায়াত ও অবস্থানের নির্দেশনার কাজও শেষ। এ কাজে সহযোগিতা করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। বিজয় দিবস উপলক্ষ্যে সম্পন্ন করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ। মহাসড়কে বন্ধ রাখা হয়েছে রাজনৈতিক দলের তোরণ নির্মাণ। এদিকে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আনন্দ-উৎসবের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয়ে, উদযাপিত হবে এবারের বিজয় দিবস, এমনটাই প্রত্যাশা সবার।