শিশু সুমাইয়াকে ফিরে পেয়েছে তার পরিবার (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
রাজধানীর কল্যানপুরের পোড়া বস্তি থেকে হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু সুমাইয়াকে ফিরে পেয়েছে তার পরিবার। একুশে টেলিভিশনে খবর প্রচারের আটদিন পর মেয়েকে পেয়ে খুশি সুমাইয়ার মা। বেসরকারি সংস্থা কারিতাসের মিরপুর আঞ্চলিক অফিসে পাওয়া যায় সুমাইয়াকে।
গেল ৮ সেপ্টেম্বর রাজধানীর কল্যানপুরের পোড়া বস্তির আহছানিয়া মিশন স্কুলে গিয়ে হারিয়ে যায় শিশু সুমাইয়া আক্তার। এরপর থেকেই থানায় ডিজি করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে শিশুটির মা বেবী আক্তার।
একুশে টেলিভিশনে শিশু সুমাইয়ার হারিয় যাওয়ার খবর প্রচারের পর ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের পল্লবীর কারিতাসের আঞ্চিলিক অফিসে খোঁজ মেলে সুমাইয়ার। একমাত্র মেয়েকে পেয়ে মা বেবী আক্তার ও প্রতিবেশিরা।
সুমাইয়া বলছে, রুপা নামের একটি মেয়ে তাকে কারিতাস অফিসে নিয়ে গিয়েছিলো।
পথ শিশুদের নিয়ে কাজ করে বেসরকারি এ সংস্থাটি।
কিন্তু প্রতিষ্ঠানটির ইনচার্জ বলছেন, নিজেদের কার্যক্রম থানায় জানানো আছে। তাই নতুন কোনো শিশু আসলে থানায় জিডি করার দরকার হয় না।
প্রকল্পের মধ্যে না থাকায় জিডি করা হয়নি বলে জানান তিনি।