ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গোলশূন্য মাদ্রিদ ডার্বি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

পুরো ম্যাচ জুড়েই আক্রমণের পসরা সাজিয়েও গোল আদায় করতে পারেনি একই শহরের দুই জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে মৌসুমের প্রথম ‘মাদ্রিদ ডার্বি’ হয়েছে গোলশূন্য ড্র। নিজেদের মাঠে তুলনামূলক সহজ সুযোগ পেয়েছিল আতলেতিকোই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি থাকে অমীমাংসিত।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় দুই অর্ধ মিলিয়ে বেশ কিছু বিক্ষিপ্ত সুযোগ তৈরি করলেও সারা ম্যাচে গোল অধরা রইল দু’দলের। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেললেন রিয়াল-আতলেতিকোর আক্রমণভাগের ফুটবলাররা।

ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ম্যাচের সহজতম সুযোগটি হাতছাড়া করেন করিম বেনজেমা। রিয়ালের ফরাসি স্ট্রাইকারের দুরন্ত হেড এ যাত্রায় রক্ষা করেন আতলেতিকো গোলরক্ষক জন ওবলাক।

ফলে পার্থক্য গড়ে দিতে পারল না কেউ। আর এতে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মৌসুমের প্রথম মুখোমুখি লড়াই রয়ে গেল অমীমাংসিত।