প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে ৭৩টি বৃক্ষরোপণ করেছে।
রোববার সকাল ১১টায় ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে ছাত্রলীগের উদ্যোগে এই ৭৩টি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।
তিনি বলেন,"ঢাকা কলেজ ছাত্রলীগের এই ভিন্ন আয়োজন মুগ্ধ করেছে।প্রধানমন্ত্রীর জন্মদিনে পরিবেশ সুরক্ষায় ছাত্রলীগ যে আয়োজন করলো সত্যি এটা দৃষ্টান্ত।"
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন মাহি বলেন 'প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব-দুঃখী মেহনতী মানুষ সহ সমগ্র বাংলাদেশকে বটবৃক্ষের মতো ছায়াতে রেখেছেন৷ তাই আমরা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। পরবর্তীতে ছাত্রলীগের নেতৃবৃন্দরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭৩টি বৃক্ষরোপণ করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের উপাধ্যক্ষ এটিএম মইনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভদেব হালদার বাপ্পী, রিমন শিকদার, শহীদুল্লাহ শহীদ, কাউসার হোসেন কায়েস, মেহেদী হাসান শ্যামল, রহমত উল্লাহ প্রমুখ।
কেআই/