মটরসাইকেল দিয়ে গরুকে ধাক্কা, যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহিদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পদ্মছড়া চা বাগানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
তিনি জানান, মটর সাইকেল দিয়ে গরুকে ধাক্কা দেয়া নিয়ে পদ্মছড়া চা বাগানের শ্রমিকের সন্তান দিপন সাওতাল (২২) এর সঙ্গে একই এলাকার রমজান মিয়ার ছেলে জাহিদ মিয়ার দুই দিন আগে বাক বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার বিকেলে জাহিদের সঙ্গে পুন:রায় বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হলে জাহিদ গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আরিফুর রহমান।
এনএস/