ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের জনজীবন স্থবির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
প্রায় সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের জনজীবন স্থবির হয়ে পড়ছে।ঘর থেকে বাইরে বের হলেই দুর্ভোগের শেষ নেই। সনাতন হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের কেনাকাটাও প্রায় বন্ধ।পূজা মন্ডপগুলোর সাজসজ্জার কাজও থেমে আছে প্রবল বৃষ্টির কারণে।
আশ্বিনের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই শুরু হয় এই বর্ষণ।গত ২৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হওয়া বৃষ্টির ধারা চলছে তো চলছেই।কখনো ঝিরি ঝিরি আবার কখনও ভারী বর্ষণ হচ্ছে।গত ২৪ ঘন্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এ বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচলও কমেছে।গুঁড়ি বৃষ্টির ফলে প্রকৃতিতে নেমে এসেছে শীতের আমেজ।দুপুর পর্যন্ত শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ থাকছে এবং সন্ধ্যার পর আবার বন্ধ হয়ে যাচ্ছে।এর ফলে পুজোর কেনাকাটায় মানুষ বের হতে পারছে না।
বৃষ্টির কারণে সার্বজনীন এই দুর্গোৎসব পালন নিয়ে উদ্বিগ্ন সকল ধর্মের মানুষ জন।এছাড়া অধিকাংশ সড়ক পানিতে থই থই করছে।আগাম সব্জির ক্ষেতে পানি জমে থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন সব্জি চাষিগণ।
কেআই/