ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে ১১ সেন্টিমিটার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ফারাক্কা বাধের সব গেট খুলে দিয়েছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো এমন খবর দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে এ ধরণের কোন তথ্য নেই। তারা জানিয়েছেন, বর্ষায় ফারাক্কার প্রায় সব গেট খোলা থাকে। বর্ষার সময় কখনো ৮০ আবার কখনো ৯০টি খুলে দেয়া হয়। সেটি নির্ভর করে দেশের বৃষ্টিপাত ও বন্যার উপর।  

হঠাৎ করে সব গেট খুলে দেয়ার বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) শাহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো আরও কিছু  গেট খুলে দেয়া হয়েছে। এছাড়াও টানা বর্ষনের কারণেও পদ্মার পানি বেশী বৃদ্ধি পাচ্ছে। 

তিনি জানান, বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮ সেন্টিমিটারে। দুই দিনের মধ্যে বিপদ সিমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রাম করতে পারে। 

আরকে//