ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গাজীপুরে ডাকাতদের হামলায় গৃহকর্তা খুন, স্ত্রী আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৩০ এএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

গাজীপুরে দক্ষিণ সালনা এলাকায় ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুর রউফ খুন হয়েছেন। এসময় তাকে বাঁচাতে এসে আহত হন তার স্ত্রী মাজেদা বেগম।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আকবর আলীর ছেলে।

জানা গেছে রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল মুখে গামছা বেঁধে দক্ষিণ সালনা এলাকার আব্দুর রউফের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ডাকাত দল ওই গৃহকর্তার ছেলের ঘরের প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের মুখে চোখ, হাত -পা  বেঁধে জিম্মি করে গৃহকর্তা আব্দুর রউফের ঘরে ঢুকে। এসময় আব্দুর রউফ তাদের বাঁধা দিতে গেলে ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্বামীকে বাঁচাতে এসে হামলায় আহত হন আব্দুর রউফের স্ত্রী মাজেদা বেগম। এক পর্যায়ে ডাকাতদল ঘরের ভেতরে রাখা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের  উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. এজাজ শফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।