ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

নারীরা এগিয়ে যাচ্ছে দৃঢ় চিত্তে, হচ্ছে রোল মডেল

প্রকাশিত : ০৯:১৫ এএম, ৮ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:১৫ পিএম, ৮ মার্চ ২০১৬ মঙ্গলবার

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবী। আর বিশ্বকে পাল্টে দিতে অনেক ক্ষেত্রেই ক্রীড়নক হয়ে উঠছে নারী। সময়ের বুকে সাহসী পদচিহ্ন এঁকে, নারী এগিয়ে যাচ্ছে দৃঢ় চিত্তে, হচ্ছে রোল মডেল। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি, ক্ষমতার পালাবদলসহ শিক্ষা, প্রযুক্তি, খেলাধূলা- সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। অ্যাঙ্গেলা মার্র্কেল। সাগরে ভাসমান লাখো শরণার্থীর দিকে বাড়িয়েছিলেন মানবতার হাত। বিশে^র শক্তিধর দেশগুলোর বিরোধীতা সত্ত্বেও জায়গা দিয়েছেন শরণার্থীদের। গ্রিসকে দেখিয়েছেন আর্থিক সংকট থেকে উত্তোরণের পথ। এ’সব বলিষ্ঠ সিদ্ধান্ত অ্যাঙ্গেলা মার্কেলকে এনে দিয়েছে বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব। পত্রিকার পাতা খুললেই দেখা যায় হিলারী ক্লিনটনের নাম। মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বিশে^র ক্ষমতাধর নারীদের একজন। দিলমা রুসেফ বিশ^ রাজনীতিতে আরেক শক্তিশালী ব্যক্তিত্ব। ব্রাজিলের প্রেসিডেন্ট। ২০ কোটি মানুষের দেখভালের দায়িত্ব তার ওপর। দক্ষতার সঙ্গে দেশ শাসনের পাশাপাশি বিশ্বের আর্থিক মেরুকরণেও ভূমিকা রাখছেন সুচতুরভাবে। মাত্র ২০ বছর বয়সে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে রক্ত পরীক্ষার কোম্পানি খোলেন এলিজাবেথ হোমস। বিশে^র সবচেয়ে কমবয়সী সেরা উদ্যোক্তা হিসেবে আলোচিত তিনি। প্রযুক্তি বিশ্বেও নারীরা দখল করে আছে বড় বড় পদ। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকের পরিচালনায় শেরিল স্যান্ডবার্গ, ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজস্কি’র নাম এখন সবার মুখে মুখে। আর ‘সিকিউরিটি প্রিন্সেস’ খ্যাত পারিসা তাবরিজ আছেন গুগলের নিরাপত্তার দায়িত্বে। খেলাধূলার জগতেও ক্রমেই বাড়ছে নারীর পদচারণা। মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের সব ক’টি সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে দখল করে নিয়েছেন বর্ষ সেরার সম্মাননা। সৌন্দর্যের সঙ্গে জীবনযুদ্ধে প্রেরণা জুগিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর নতুন করে শুরু হয় তার পথচলা। উনিশ শতকে নারীর অধিকার আদায়ের যে নব দিগন্তের সূচনা হয়েছিল, সেই অভিব্যক্তি পূরণে এগিয়ে চলেছে নারীরা। শুধু মর্ত্যালোকই নয়, মহাকাশেও ছড়িয়ে পড়েছে নারীর সাফল্যগাঁথা।