জাবি ভিসির কার্যালয় অবরোধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
বুধবার সকাল থেকে তারা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলেও বাধা দেওয়া হয়। এই কর্মসূচি বিকাল ৪টা পর্যন্ত চলবে।
আন্দোলনকারীদের এক মুখপাত্র জানান, বুধ ও বৃহস্পতিবার দুই দিন তাদের এই ‘সর্বাত্মক ধর্মঘট’ চলবে। তবে পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা অবরোধের আওতামুক্ত থাকবে।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত আগস্টে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এর মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উপাচার্য ফারজানার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরে ওই দুই ছাত্রনেতাকে ছাত্রলীগের পদ হারাতে হলেও তারা উল্টো অধ্যাপক ফারজানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এ পরিপ্রেক্ষিতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’–এর ব্যানারে এক মাস ধরে আন্দোলন করে আসছেন তারা। জাবি উপাচার্যকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। পদত্যাগ না করায় বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়।