ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সাড়ে ৩ লাখ ভারতীয় বিড়িসহ পিতা-পুত্র গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

সুনামগঞ্জে র‌্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের দেবেরগাও পয়েন্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নুরুল হক (৬৩) ও তার পুত্র মোঃ জয়নুল হক (২০)। নুরুল হক জেলার ছাতক উপজেলার হাবিবপুর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার দুপুরে র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাগলা বাজারের পাশে পশ্চিম পাগলা ইউনিয়নের দেবেরগাও পয়েন্টে অভিযান চালায়। এসময় ৩ লাখ ৫০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ ব্যবসায়ী পিতা ও পুত্রকে গ্রেফতার করে র‍্যাব। 

কোম্পানী কমান্ডার আরও জানান, তাদেরকে র‌্যাবের কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর মাদক নিয়ন্ত্রণ আইনে দুপুর ২টার দিকে র‌্যাব বাদি হয়ে পিতা ও পুত্রকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

এনএস/