ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সোয়া সাতটার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী জালালাবাদ মেইলট্রেনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৮টায় এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনটির একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে উদ্ধার কাজের জন্য চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার।

আখাউড়া রেলওয়ে জংশন (লোকো ইনচার্জ) প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, ক্রসিং পয়েন্টে পাথর আটকে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।